কর্ণাটক উদুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে উত্তাল হয়েছে দেশ। তার আঁচ আমাদের রাজ্যেও। আজ পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল বার করে। তাদের দাবি যাদের যা খুশি পোশাক পরতে পারে, তাতে কেউ বাধা দিতে পারে না।
Hijab Controversy Alia University students protest