বাংলাদেশে ভুলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। আর ভারত সাড়ম্বরে পালন করছে সেই বিজয় দিবস। সোমবার মহড়ার পর মঙ্গলবার বিজয় দুর্গের এলাকায় (ফোর্ট উইলিয়ম) আয়োজন করা হল গ্র্যান্ড মিলিটারি ট্যাটুর। সেখানে সাধারণ মানুষের প্রবেশ রয়েছে অবাধ।