Advertisement

Weather Update : নিম্নচাপের 'খেলা'শুরু!তুমুল ঝড়-বৃষ্টিতে তোলপাড় কোন কোন জেলা?

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যার উপকূল ভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তল থাকবে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছিল, তা ধীরে ধীরে শক্তি খুইয়ে ফেলতে শুরু করেছে। মধ্যরাতের মধ্যে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। যাবে ছত্তিশগড়ের দিকে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত আছে। তার জেরে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় ।

Weather Update of West Bengal

Advertisement