গরমে রীতিমতো হাঁসফাঁস দক্ষিণবঙ্গে। তবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। তাপমাত্রা স্বাভাবিকের বেশি, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
Weather Update Today Rain Forecast in Bengal