scorecardresearch
 
Advertisement

Weather & Moonsoon Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে ভাসবে বঙ্গের একাধিক জেলা, উপকুল ও দক্ষিণবঙ্গে সতর্কতা

Weather & Moonsoon Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে ভাসবে বঙ্গের একাধিক জেলা, উপকুল ও দক্ষিণবঙ্গে সতর্কতা

সকাল থেকেই মুখ হাঁড়ি করে রেখেছে আকাশ। আর তার সঙ্গে ঘ্যানঘ্যানে বৃষ্টি তো রয়েছেই। হবে না বা কেন বলুন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে দিনভর। বৃষ্টিতে ভাসবে শহর কলকাতাও। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটিই নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে ছত্রিশগড় পর্যন্ত যাবে। এর জন্য বেশি বৃষ্টি হবে ওড়িশা এবং ছত্তিশগড়ে। যার পরোক্ষ প্রভাব পড়ছে বাংলায়। নিম্নচাপের ফলে রাজ্য বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমী অক্ষরেখা চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত।

Weather Update West Bengal

Advertisement