Advertisement

Weather Update West Bengal: এবার পাকাপাকি বর্ষার ছুটি, রোদ ঝলমলে শরতের আকাশ, পুজো কেমন কাটবে জেনে নিন

আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য থেকে পুরোপুরি বিদায় নিতে চলেছে বর্ষা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, মধ্য ভারতের বেশকিছু এলাকা থেকে মৌসুমি বায়ু প্রত্যাহার হয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী দু তিন দিনে। এরপর বাংলার পালা। সেখান থেকেও বর্ষা পুরোপুরি বিদায় নেবে। আগামী চার থেকে পাঁচ দিন মূলত মনোরম আবহাওয়া।

Weather Update West Bengal

Advertisement