এক দেশ, এক নির্বাচন’ নীতি কার্যকরের পথে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই নীতির জন্য একটি বিল অনুমোদন করেছে। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনেই এই বিল সংসদে পেশ করা হতে পারে। এব্যাপারে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে যেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন, আদালত আছে, ব্যাপারটা অনেক দূরে যাবে'।