মানিকতলায় উপ নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, চোর চোর স্লোগান। এদিন দুপুরে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৩১ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্রে যেতেই তাঁর গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। শান্তিপূর্ণ নির্বাচনে বিজেপি প্রার্থী গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। চোর চোর স্লোগানের পাশাপাশি তাঁর গাড়িতে লাথি মারার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, দেখুন ভিডিও।