প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে ভাঙচুর! বিহারে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার অভিযোগে শুক্রবার বিধানভবনে যান বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর দলবল। ফ্লেক্স জ্বালিয়ে দেওয়া হয়। কংগ্রেস নেতাদের ছবিতে কালিও লেপে দেন রাকেশ।