মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'সামাজিক বয়কট' করবেন বলে ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে জারি করা ভিডিওবার্তায় রাজ্যপাল বলেন,'আমি সংকল্প নিচ্ছি, মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করব। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সর্বজনীন মঞ্চে থাকব না। এমন কোনও কর্মসূচিতে থাকব না, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন'। তিনি জানান,'রাজ্যপাল হিসেবে শুধু সাংবিধানিক কর্তব্যই পালন করব। তার একটু বেশিও নয়, কমও নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেবল ঔপচারিক সম্পর্কই থাকবে'।