Advertisement

Weather Update: ​উত্তরবঙ্গে ধস, বন্যা, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, দার্জিলিং, কালিম্পং জেলার মতো পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কটা দিন আগেও উত্তরবঙ্গে মানুষ ঘুরতে যেতে চাইছিল না এই গরমের জন্য। দার্জিলিং, সিকিমের সেই চেনা ছবিও পাল্টে গেছিল। কিন্তু এখন বর্ষার সৌজন্যে এতোটাই বৃষ্টি শুরু হয়েছে যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং জেলার মতো পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও চলছে এক নাগাড়ে বৃষ্টি। আকাশ ভরা কালো মেঘ সঙ্গে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও। আগামী 48 ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টির কথা বলছে আবহাওয়া দপ্তর। এদিকে এই বৃষ্টির জন্য মহানন্দা, তিস্তার মতো নদীগুলোর জলস্তর বাড়ছে। হাওয়া অফিস বলছে তিস্তা, তোর্ষার জলস্তর বিপদসীমার ছুঁতে পারে। ফলে নতুন করে নদী ভাঙনের আতঙ্ক যেন এখন উত্তরবঙ্গবাসীর ঘুম কেড়েছে। এখানেই শেষ নয়, গত কটা দিনের ভারী বৃষ্টিতে ক্ষতির মুখে চাষবাস। কৃষকদের মাথায় রীতিমতো হাত পড়েছে। কীভাবে তাঁরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন, সেটাই বুঝতে পারছেন না। অন্যদিকে একটানা বৃষ্টির জন্য দার্জিলিং, কালিম্পং-র মতো পার্বত্য জেলায় ধস দেখা দিয়েছে। তাই একটা সময় যে উত্তরবঙ্গ বৃষ্টির অপেক্ষায় ছিল, সেই উত্তরবঙ্গই চাইছে বৃষ্টি এবার তুমি থামো।

west bengal kolkata weather update and forecast.

Advertisement