scorecardresearch
 
Advertisement

​Weather Update South Bengal: বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, বৃষ্টিতে ভিজবে কলকাতাও

​Weather Update South Bengal: বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, বৃষ্টিতে ভিজবে কলকাতাও

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃষ্টিতে ভিজবে কলকাতাও। বুধবার এমনিতেই একটু বৃষ্টি হয়েছে। তারজন্য তাপমাত্রা কিছুটা কমেছে। এই ধরুন 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা এক লাফে কমেছে। তবে এই দুদিন বৃষ্টিটা বেশ ভালোই হবে। আকাশও থাকবে মেঘলা। অন্তত এমনটাই বলছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে বিদ্যুতের ঝলকানিও। আবহায়া দপ্তর বলছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারীর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের যে অংশে এখনও বর্ষা ঢোকেনি সেখানে আগামী 2-3 দিনের মধ্যে বর্ষা এক্সপ্রেস ঢুকবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির দেখা মিলবে। সেই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ থাকবে সর্বনিম্ন 66 শতাংশ। অর্থাৎ যে গরম এতগুলো দিন দক্ষিণবঙ্গ রীতিমতো জ্বলল, সেখানে এখন একটু শান্তির দেখা মিলবে। উইকেন্ডটাও হালকা বৃষ্টিকে সঙ্গে নিয়েই কাটবে। তাই যদি কাজের চাপ কম থাকে, তাহলে ছোট্ট একটা ব্রেক নিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে কোথাও থেকে ঘুরে আসুন।

west bengal kolkata weather update and forecast.

Advertisement