Advertisement

Congress Protest Rally in Kolkata: 'অনুব্রত'র কোমরে দড়ি পরিয়ে কলকাতা ঘোরাল কংগ্রেস, বিলি গুড়-বাতাস

গরুপাচার-কাণ্ড এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতায় পথে নামল প্রদেশ কংগ্রেস। কর্মসূচিতে অভিনবত্ব দেখা যায়। শুক্রবার বিধান ভবন থেকে মৌলালি পর্যন্ত গরু ও গুড়-বাতাসা নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেন কংগ্রেস নেতৃত্বরা। পরে মৌলালিতে এসে অনুব্রত মণ্ডলের কুস্পুতুল দাহ করে প্রতিবাদ জানান। পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে গুড়-বাতাসা ও নকুলদানাও বিলি করা হয়। পাশাপাশি এই মিছিল থেকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তোলে কংগ্রেস।

Congress Protest Rally at Kolkata Against SSC Scam and Cattle Smuggling Case

Advertisement
POST A COMMENT