তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি দল থেকে বরখাস্ত করল পার্থ চট্টোপাধ্যায়কে। এই শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান ছিলেন তিনি। সেই কমিটি তাঁকে বরখাস্ত করল। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই সকালে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়। এদিকে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন, তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে ভাল সম্পর্ক। এরমধ্যে ২১ জন মিঠুনের সঙ্গে যোগাযোগ করেছেন। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মিঠুন জানেন না বাংলায় কটা জেলা আছে।
Where did so much money come from? Abhishek's question