Advertisement

West Bengal Rain: আবার ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি

রবিবারের মত সোমবারও সাকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারের মতোই 15 অগাস্ট মঙ্গলবারের আবহাওয়া থাকতে পারে। 16 অগাস্ট বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 17 অগাস্ট বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Forecast

Advertisement