দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। বাংলার দিকে বড় দুর্যোগ ধেয়ে আসছে। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দু'দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃহস্পতি এবং শুক্রবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
West Bengal Weather Update Rain Alert