মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দিন এক অভিশপ্ত দিনে পরিণত হল পুলিশের ভয়ঙ্কর অত্যাচারে। সেই দিন সাংবাদিক হিসেবে আমিও কোনও দিন ভুলতে পারব না। তার কারণ, ১৯৯৩ সালের ২১ জুলাই,রাইটার্স অভিযান হয়েছিল বটে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাইটার্স দখল করা বা রাইটার্সের মধ্যে ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়া-এই ধরনের নাটকীয় কোনও রণকৌশল ছিল না। এটা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল রাইটার্স বিল্ডিংয়ে।