Advertisement

VIDEO: বিশ্বকর্মা পুজোর আগে কেমন চলছে ঘুড়ির ব্যবসা?

করোনা আবহে (Corona Virus) এবছরেও বিশ্বকর্মা পুজোয় (Viswakarma Puja) আকাশে ঘুড়ি (Kite)কম দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন ঘুড়ি ব্যবসায়ীরা। তারা বলছেন মানুষের হাতে পয়সা নেই ঘুড়ি কেনার মত তাই অনেক কম সংখ্যায় ঘুড়ি বিক্রি হচ্ছে। গত বছরের মতো এ বছরও ঘুড়ি ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে তাদের। তবে এ বছর ঘুড়ি ব্যবসায়ীরা বলছেন পলিটিক্যাল ঘুড়ির চাহিদা অনেকটা বেড়েছে। ব্যবসায়ীদের মতে টিএমসির (TMC) ঘুড়ির চাহিদা অনেকটা বেশি এবং সেকেন্ড পজিশনে বিজেপিকেই (BJP) রাখছেন তারা।

Advertisement