Advertisement

কেন টার্গেটে পুলিশ? প্রতিবাদে এবার স্ত্রীরা, কিন্তু অনুব্রত-প্রশ্নে সে কী রাগ! VIDEO

পুলিশদের উপর আক্রমণ, গালিগালাজ হচ্ছে, এই অভিযোগ করে এবার প্রতিবাদে নামলেন পুলিশকর্মীদের স্ত্রীরা। আজ অর্থাত্‍ মঙ্গলবার প্রেসক্লাবে পুলিশকর্মীদের স্ত্রীরা জানান, গত ৯ অগাস্ট নবান্ন অভিযানে কলকাতা পুলিশের কমিশনারকে কুকথা ও পুলিশকর্মীদের উপর শারীরিক আক্রমণের চেষ্টা করা হয়েছে। তা অত্যন্ত নিন্দনীয়। এরপরেই সাংবাদিকরা পুলিশকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সেই গালিগালাজের প্রসঙ্গ তোলেন। তখনই মেজাজ হারান পুলিশকর্মীদের স্ত্রীরা। তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়।

Advertisement
POST A COMMENT