'আমায় বিয়ে করবে?' কসবা-কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্র নাকি প্রায়শই মেয়েদের এমন প্রস্তাব দিত। প্রাক্তন সহপাঠীদের একাংশের দাবি, কলেজে নতুন ছাত্রী এলেই তাকে 'সেটিং করার' চেষ্টা করত সে। এমনকি, অনলাইনেও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও শেয়ার, মেয়েদের ট্রোলিং, শেমিংয়ের অভিযোগ উঠছে। কিন্তু ঠিক কোন মানসিক পরিস্থিতির থেকে কোনও যুবক এমনটা করতে পারেন?