Advertisement

Kasba Death: হালতুতে গোটা পরিবারের মৃত্যু কেন? দেনার দায়? প্রতিবেশীরা যা বলছেন, দেখুন

কসবার হালতুতে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন মৃতের মামা এবং মামি। তাঁদের নাম প্রদীপকুমার ঘোষাল ও নীলিমা ঘোষাল। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি খুনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে কসবার হালতুতে সোমনাথ রায়, তাঁর স্ত্রী সুমিত্রা রায় ও তাঁদের আড়াই বছরের ছেলে রুদ্রনীলের দেহ উদ্ধার হয়। ছেলের দেহ নিজের সঙ্গে বেঁধে গলায় দড়ি দিয়েছিলেন সোমনাথ। তাঁর স্ত্রীও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সোমনাথের শ্বশুরবাড়ির অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন দম্পতি। ঘরের দেওয়ালে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন সোমনাথ। তাতে সম্পত্তি নিয়ে বিবাদের কথা উল্লেখ রয়েছে।

Advertisement
POST A COMMENT