পশ্চিমবঙ্গের ভোটে ব্যাপক জয়ের পরেই ২০২৪-এর লোকসভার বিরোধী জোটের তোড়জোড় শুরু করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকও হয়। এহেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরুতেই হঠাত্ চিড়। রাজ্য থেকে জাতীয় রাজনীতি, সেই কংগ্রেসকেই টার্গেট করছে তৃণমূল। কেন?
Why is Mamata Banerjee targeting Congress in national politics?