আজ বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day)। অনেকেরই ধারনা, ক্যান্সার হলে আর হয়তো রোগীকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু এই ধারণা সঠিক নয়। তবে জানেন কি যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে, তাহলে আক্রান্তকে বাঁচানো সম্ভব। এর জন্য ক্যান্সারের আগাম উপসর্গগুলি চেনা খুব জরুরি! কোন কোন লক্ষণ দেখলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে? জেনে নিন এ বিষয়ে কী বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক (এমসিএইচ সার্জিক্যাল অঙ্কোলজিস্ট) ডাঃ শুভদীপ চক্রবর্তী।