Advertisement

World Environment Day 2023: বিশ্ব পরিবেশ দিবসে শহরের রাস্তায় গাছ ভূতেরা

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রাস্তায় নামল গাছ ভূতেরা। গাছ ভূত ও গাছ সেজে শ্যামবাজার ৪ নম্বর মেট্রো গেটের বিপরীতে একটি পথনাট্য আয়োজন করা হয়। নাটকের মাধ্যমে বোঝানো হয় পরিবেশ ও গাছ আমাদের মা তার সুরক্ষা করলে সেও আমাদের সুরক্ষা করবে। এছাড়া বিভিন্ন ব্যানারে লেখা ছিল পরিবেশ না থাকলে আমরাও একদিন থাকবো না। প্রকৃতিকে বাঁচাতে বিভিন্ন সতর্কতামূলক লেখা নিয়ে সংবেদন সংস্থা এই পথনাট্য করে। তার পাশাপাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের হাতে গাছ নিয়ে সমাজের উদ্দেশ্যে বার্তা দেয়।

Advertisement
POST A COMMENT