scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: কুস্তিগীরদের পাশে মমতা, নাম না করে প্রধানমন্ত্রীকে নন্দলাল কটাক্ষ

Mamata Banerjee: কুস্তিগীরদের পাশে মমতা, নাম না করে প্রধানমন্ত্রীকে নন্দলাল কটাক্ষ

দিল্লিতে কুস্তিগীরদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবারও প্রতিবাদে শামিল বাংলার খেলোয়াড়রা। বুধবারের মিছিল যেখান থেকে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন সব ধরণের খেলার খেলোয়াড়রা। যাঁর নেতৃত্ব দেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে তিনি সাক্ষী, বজরংদের পাশে থাকার বার্তা দেন। গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রায়। মুখ্যমন্ত্রী বলেন "মোমবাতি মিছিল করে গিয়ে বাপুজির আশীর্বাদ নেব। কুস্তিগীরদের সঙ্গে যা হয়েছে তা সব জগতের মানুষের সঙ্গেই হতে পারে। এটা চলতে দেওয়া যায় না। আজাদির জন্য লড়াই চালাতে হবে।" নরেন্দ্র মোদীর নাম না করে তাঁকে নন্দলাল কটাক্ষেও বিঁধলেন মমতা।

Advertisement