Advertisement

Anish Sarkar: মাত্র ৩ বছর বয়সে দাবার ইতিহাসে সর্ব কনিষ্ঠ দাবারু কলকাতার অনীশ সরকার

যদিও তার বয়সী বেশিরভাগ বাচ্চারা পেপ্পা পিগ বা ছোট ভীমের মতো কার্টুনে মুগ্ধ হয়। অথবা কেবল খেলনা নিয়ে খেলতে থাকে। কিন্তু অনীশ সরকারের দাবার গুটিতেই তার খেলা। মাত্র তিন বছর, আট মাস এবং ১৯ দিনে, পয়লা নভেম্বর উত্তর কলকাতার কাইখালির শিশুটি ইতিহাসের সবচেয়ে কম বয়সী দাবা খেলোয়াড় হয়ে ওঠে। তার প্রশিক্ষক এবং গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেছেন যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা খেলার পরে ক্লান্ত হয় না।

Advertisement