নানান কর্মসূচির মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে সারাদেশে। তারই মধ্যে আজ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে মোহম্মদ আলী পার্কের সামনে একটি প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হল। যুব কংগ্রেসের সমর্থকরা এই দিনটিকে 'জাতীয় বেকার দিবস' হিসেবে পালন করলেন এক অভিনব পদ্ধতিতে। রাস্তায় দাঁড়িয়ে কেউ জুতো পালিশ করছেন, কেউ রাস্তায় ভিক্ষা করছে, কেউ বা চা বিক্রি করছেন। এমনই চিত্র দেখা গেল কলকাতার রাজপথে! এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ান নেতা আবদুল মান্নানও।