scorecardresearch
 
Advertisement

Electrocution in Kolkata: ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট, ভবানীপুরে জমা জলে যুবকের মৃত্যু, CCTV ফুটেজে যা দেখে গেল

Electrocution in Kolkata: ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট, ভবানীপুরে জমা জলে যুবকের মৃত্যু, CCTV ফুটেজে যা দেখে গেল

ঘূর্ণিঝড় 'দানা'র তাণ্ডব বাংলায় আপাত ভাবে কম হলেও, ওই ঝড়েরে জেরে তৈরি হওয়া নিম্নচাপ ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু এলাকা। কলকাতায় একটি বড় অংশ এখনও জলের তলায়। আর এই জলযন্ত্রণায় অকালে শেষ হয়ে গেল আরও একটি প্রাণ। ভবানীপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল সৌরভ গুপ্তা নামে এক যুবকের।বিহারের বাসিন্দা। কর্মসূত্রে ভবানীপুর এলাকায় বাবার সঙ্গে থাকতেন। ২২ বছর বয়স।

Advertisement