scorecardresearch
 
Advertisement
খাওয়াদাওয়া

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 1/10

Delicious Bangladeshi Foods: এপার বা ওপার— দুই বাংলাতেই বাঙালি মানেই তো ‘ভোজনরসিক’, আমুদে। তাই বাংলাদেশে ঘুরতে গিয়ে সেখানকারা জিভে জল আনা আমিষ-নিরামিষ এই ৮ লোভনীয় পদ চেখে দেখতে ভুলবেন না।

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 2/10

এশিয়ার সবচেয়ে সস্তা ও অত্যন্ত মুখরোচক খাবার-দাবার মানেই বাংলাদেশী খাবার। এখানে এলে অবশ্যই খেয়ে দেখুন মরিচ ভর্তা। এটি এখানকার একটি জনপ্রিয় স্থানীয় খাবার।

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 3/10

চিকেন ভর্তা হয়তো অচেনা কোনও পদ নয়। তবে বাংলাদেশের ভুনা চিকেন ভর্তার স্বাদই আলাদা!

Advertisement
Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 4/10

কলকাতাতেও এখন বাম্বু চিকেন পাওয়া যায়। তবে বাংলাদেশের বান্দরবানের বাম্বু চিকেনে একটা আলাদাই মাখো মাখো জিভে জল আনা স্বাদ রয়েছে যা অনেকদিন আপনার মুখে লেগে থাকবে।

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 5/10

পশ্চিমবঙ্গ সহ ভারতে এমন অসংখ্য বাঙাল রয়েছেন যাঁরা এখনও শুঁটকি মাছ বেশ রসিয়ে কষিয়ে রান্না করেন। এই পদ যাঁদের খুব প্রিয়, বাংলাদেশে গেলে চট্টগ্রামে শুঁটকি ভর্তা অবশ্যই খেয়ে দেখুন। এ স্বাদ ভুলতে পারবেন না।

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 6/10

বাংলাদেশে ঘুরতে গেলে মৌরলা মাছের পাতায় মোড়া পাতলা ঝোল অবশ্যই ট্রাই করবেন। ঢাকা, খুলনা অথবা বান্দরবানে এর স্বাদ অনবদ্য।

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 7/10

ঢাকায় পৌঁছে সেখানকার কাবাব খুরদা আর মালাই অবশ্যই খেয়ে দেখুন। এই কাবাবের স্বাদ অনেকদিন মুখে লেগে থাকবে।

Advertisement
Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 8/10

বাংলাদেশের ঘুরতে এলে এখানকার পায়া চিকেন অবশ্যই চেখে দেখবেন। আর শেষপাতে রসোমালাই অর্ডার দিতে ভুলবেন না যেন!

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 9/10

ভারতে ভোজন রসিকদের সবচেয়ে পছন্দের পদ হল বিরিয়ানি। অনলাইন সমীক্ষা তেমনটাই জানিয়েছে। তবে ঢাকায় পৌঁছে কাচ্চি বিরিয়ানির সঙ্গে বুরহানি না খেলে পরে পস্তাতে হতে পারে।

Delicious Bangladeshi Foods: কাচ্চি বিরিয়ানি-বুরহানি-বেগুন ইলিশ ভুনা, বাংলাদেশের সেরা ৯ রেসিপি
  • 10/10

বাংলাদেশ মানেই ইলিশ। বাঙালি মাত্রেই ইলিশের প্রতি বিশেষ দুর্বলতা। ঢাকায় পৌঁছে তাই বেগুন দিয়ে ইলিশ ভুনা অবশ্যই খেয়ে দেখুন।

Advertisement