scorecardresearch
 
Advertisement

Food For Blood: শরীরে রক্ত নেই? এই ৫ খাবার বাড়ায় হিমোগ্লোবিন

Food For Blood: শরীরে রক্ত নেই? এই ৫ খাবার বাড়ায় হিমোগ্লোবিন

শরীরে রক্তের ঘাটতি মোটেও হেলাফেলা করার মতো বিষয় নয়। সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি বিপজ্জনক হতে পারে। তবে, এর সুরাহাও কিন্তু খুব কঠিন নয়। অনেক খাদ্য উপাদানের মধ্যেই আয়রন এবং অন্য অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকে। এগুলি শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। তাই আয়রন ও ভিটামিন সমৃদ্ধ এই পুষ্টিকর খাবারগুলি প্রত্যেকের পাতে থাকা প্রয়োজন।

Advertisement