Advertisement
লাইফস্টাইল

Diabetes Post Meal Walking: খাওয়ার পর হাঁটলে কি কমবে সুগার? জানুন সত্যিটা

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে
  • 1/9

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। তার ফলে বাড়ছে স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ।

এই অসুখ জীবনে এন্ট্রি নিলে সাবধান হওয়া ছাড়া গতি নেই
  • 2/9

এই অসুখ জীবনে এন্ট্রি নিলে সাবধান হওয়া ছাড়া গতি নেই। নইলে লিভার, কিডনি, চোখের হাল বিগড়ে যেতে পারে। কমে যেতে পারে আয়ু।

চেষ্টা করুন যেভাবেই হোক সুগার কমানোর
  • 3/9

তাই সাবধান হন। চেষ্টা করুন যেভাবেই হোক সুগার কমানোর। আর সেই কাজটি করতেই অনেকে খাবার খাওয়ার পর হাঁটেন।

Advertisement
খাবার খেয়ে হাঁটলে কি সত্যিই সুগার কমে?
  • 4/9

কিন্তু প্রশ্ন হল, খাবার খেয়ে হাঁটলে কি সত্যিই সুগার কমে, নাকি এটা ভুল ধারণা? আর সেই উত্তরটা জানতে হলে পড়ুন নিবন্ধটি।

খাবার খাওয়ার পর হাঁটা ভাল
  • 5/9

খাবার খাওয়ার পর হাঁটা ভাল। এই কাজটা করলে সুগার লেভেল অনেকটাই কমে যাবে। পাশাপাশি আপনার শরীরের হালও ফিরবে।

খাবার খেয়ে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন
  • 6/9

খাবার খেয়ে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। আর প্রতিটা বড় মিলের পরই হাঁটতে হবে। তাতেই উপকার মিলবে। কমবে সুগার লেভেল।

তবে খুব বেশি জোরে হাঁটবেন না
  • 7/9

তবে খুব বেশি জোরে হাঁটবেন না। বরং ধীরে-সুস্থে হাঁটা শুরু করে দিন। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন কমবে সুগার।

Advertisement
আলাদা করে ৩০ মিনিট হাঁটতে হবে
  • 8/9

আপনাকে এর পাশাপাশি আলাদা করে ৩০ মিনিট হাঁটতে হবে। তাহলে খাবারে উপস্থিত সুগার ভালোভাবে কাজে লাগাতে পারবে শরীর। 

ডায়েটে বদল আনুন
  • 9/9

ডায়েটে বদল আনুন। হাই ফাইবার খাবার খান। শাক, সবজি, আটার রুটি, ডালিয়া এবং ওটস খান। মিষ্টি, ফাস্ট ফুড এড়িয়ে যান। তাতেই সুস্থ থাকতে পারবেন।

Advertisement