Advertisement
লাইফস্টাইল

Rice and Roti: ভাত ও রুটি একসঙ্গে খাওয়া ভাল? অনেকেই যা জানেন না

অল্প ভাত ও তার সঙ্গে
  • 1/10

অনেকেই অল্প ভাত ও তার সঙ্গে ১-২টি রুটি খান।

ওজন কমাতেই
  • 2/10

মূলত ওজন কমাতেই এমনটা করে থাকেন।

একই পাতে
  • 3/10

পুষ্টিবিদরা বলছেন, একই পাতে ভাত-রুটি না মেশানোই শ্রেয়।

Advertisement
 কারণ ভাত, রুটির তুলনায় অনেক সরল
  • 4/10

কেন? কারণ ভাত, রুটির তুলনায় অনেক সরল কার্বোহাইড্রেট। এদিকে আটার রুটি অনেক জটিল কার্বোহাইড্রেট। হজমে সমস্যা হতে পারে।

 ভাত ও রুটি একসঙ্গে
  • 5/10

আবার ভাত ও রুটি একসঙ্গে খেলে মোট কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণও বেড়ে যায়।

 ডায়াবেটিস
  • 6/10

তাই যাঁরা ওজন হ্রাসের বা ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাঁদের ক্ষতি হতে পারে।

সকালে ভাত
  • 7/10

তাহলে কী করবেন? সকালে ভাত খেতে পারেন। অন্যদিতে রাতের আহারে ২-৩টি রুটি খেতে পারেন।

Advertisement
সবসময়ে আটা
  • 8/10

তবে রুটি খেলে সবসময়ে আটার রুটিই খাবেন।

 ভাতের ক্ষেত্রে
  • 9/10

অন্যদিকে ভাতের ক্ষেত্রে অবশ্যই পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন।

ভাত-রুটি
  • 10/10

পুষ্টিবিদরা বলছেন, একই পাতে ভাত-রুটি না মেশানোই শ্রেয়।

Advertisement