
শরীরের হাল ফেরাতেই হবে। আর সেই কাজে সাফল্য পেতে চাইলে ওজন কমাতে হবে। ওয়েট লস করলেই একাধিক রোগের থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। পাশাপাশি দেখাবে ফ্যাশনিস্তা। তাই ২০২৬ সালের আগেই কিছুটা ওজন কমাতে হবে।

তবে অনেকেই বুঝতে পারেন না, ঠিক কীভাবে দ্রুত ওজন কমানো সম্ভব। যদিও সেই উত্তরটাও রয়েছে বিশেষজ্ঞদের কাছে। তাদের মতে, ডায়েটে কিছু বদল আনলেই ওজন কমবে ঝটপট।

তাই নতুন বছরের আগে ওজন কমাতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলেই উপকার মিলবে হাতেনাতে। দেখবেন মাত্র ১৪ দিনেই কমে যাবে ওজন।

এখন থেকেই ডায়েট থেকে বাদ দিয়ে দিন ফাস্ট ফুড। যে কোনও ধরনের ফাস্ট ফুড হল ক্যালোরির ভাণ্ডার। তাই নিয়মিত ফাস্ট ফুড খেলেই ওজন বাড়তে পারে।

এছাড়া বাড়িতেও কোনও ধরনের ভাজা খাবার খাবেন না। যে কোনও ভাজা খাবার খেলেই শরীরের হাল বিগড়ে যেতে পারে। এমনকী ওজন বাড়ার রয়েছে আশঙ্কা। তাই সাবধান হন।

এই সব খাবারের বদলে ভরসা রাখতে পারেন শাক, সবজি এবং ফলের উপর। পাশাপাশি খাওয়া যেতে পারে ডালিয়া, ওটস এবং আটার রুটি। এগুলিতে উপস্থিত ফাইবার পেট ভরিয়ে রাখবে। যার ফলে দ্রুত কমবে ওজন।

পোর্শান কন্ট্রোল করুন রোজ। যতটা খেতেন, তার থেকে কম খেতে হবে। তাহলেই ওজন কমিয়ে ফেলতে পারবেন। আপনার আর সমস্যা হবে না।

নিয়মিত এক্সারসাইজ হল মাস্ট। দিনে ৩০ মিনিট শরীরচর্চা করুন। এই নিয়মটা মেনে চললেই সুস্থ হয়ে উঠতে পারবেন দ্রুত। নতুন বছরের আগেই কমে যাবে ওজন।

পরিশেষে বলি, নতুন বছরে সুস্থ থাকার চেষ্টায় লেগে পড়তে হবে। সুগার, প্রেশার থাকলে সেগুলি কন্ট্রোল করুন। দেখবেন তাতেই বড় কোনও রোগব্যাধি আপনাকে বিপদে ফেলতে পারবে না।