Advertisement
লাইফস্টাইল

Anger Management: সবচেয়ে রাগী হয় এই ৪ রাশি, ভয়ঙ্কর রাগের পাহাড়

রাগ নিয়ন্ত্রণ
  • 1/10

তাই রাগ নিয়ন্ত্রণের বিষয়ে এই ব্যক্তিদের অধিক সতর্ক হওয়া প্রয়োজন।

 কোন কোন রাশি
  • 2/10

এক নজরে জেনে নিন কোন কোন রাশির জাতক-জাতিকাদের রাগের অনুভূতি সবচেয়ে বেশি।

বৃশ্চিক রাশি
  • 3/10

বৃশ্চিক রাশি- এই রাশির জাতক-জাতিকারা রাগ চেপে রাখেন। কী ভাবছেন বোঝা যায় না। অনেকটা সময় পর তা একসঙ্গে প্রকাশ করেন।

Advertisement
সিংহ রাশি
  • 4/10

সিংহ রাশি- এঁরা নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জেদি হন। নিজের যুক্তি সঠিক প্রমাণ করতে তর্ক করে ফেলেন। রাগের মাথায় মানুষকে দুঃখ দিয়ে ফেলেন। পরে অনুশোচনা করেন।

 বৃষ রাশি
  • 5/10

 

বৃষ রাশি- অত্যন্ত রাগী এবং জেদি। রেগে গেলে গলা সপ্তমে তোলেন। তবে অহেতুক নয়, যথেষ্ট কারণ থাকলে, তবেই রাগেন। আবার দ্রুত মাথা ঠাণ্ডাও করে ফেলেন।

ধনু রাশি
  • 6/10

ধনু রাশি- রেগে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। আবার পরে অতিরিক্ত রাগারাগি করার জন্য অনুশোচনাও করেন।

মকর রাশি
  • 7/10

মকর রাশি- রেগে গিয়ে অনেক সময়ে বিপজ্জনক কাজও করে ফেলেন। তবে রাগ সহজেই নিয়ন্ত্রণে আনেন।

Advertisement
বেশি রাগ
  • 8/10

বেশি রাগের কারণে তাঁদের আশেপাশের মানুষের জীবনও প্রভাবিত হন।

গ নিয়ন্ত্রণে
  • 9/10

তাই রাগ নিয়ন্ত্রণের বিষয়ে এই ব্যক্তিদের অধিক সতর্ক হওয়া প্রয়োজন।

রাগ
  • 10/10

রাগ অত্যন্ত সাধারণ অনুভূতি। কিন্তু কারও কারও মধ্যে এই রাগ যেন অত্যন্ত বেশি।

Advertisement