Advertisement
লাইফস্টাইল

Phone Side Effects: ঘুম আসে না রাতে? মাথার পাশে এই জিনিস রাখছেন না তো

রাতে শোয়ার সময়ও সঙ্গী হয় ফোন
  • 1/9

ফোন এখন আমরা সবসময়ই ব্যবহার করি। এমনকী রাতে শোয়ার সময়ও সঙ্গী হয় ফোন। এই গ্যাজেটের স্ক্রিন স্ক্রল করার পরই ঘুমাতে যান অনেকে।

এহেন অভ্যাসকেই খারাপ বলে মনে করেন চিকিৎসকেরা
  • 2/9

আর সাধারণ মানুষের এহেন অভ্যাসকেই খারাপ বলে মনে করেন চিকিৎসকেরা। তাঁদের মতে, এর কারণে একাধিক সমস্যা নিতে পারে পিছু। 

রাতে শোয়ার সময় পাশে মোবাইল নিয়ে শুতে বারণ করছেন বিশেষজ্ঞরা
  • 3/9

এখন প্রশ্ন হল, কেন রাতে শোয়ার সময় পাশে মোবাইল নিয়ে শুতে বারণ করছেন বিশেষজ্ঞরা? সেই উত্তর জানতে চাইলে এই নিবন্ধটি পড়তে থাকুন।

Advertisement
একাধিক নোটিফিকেশন আসতে থাকে
  • 4/9

সারারাত ধরেই ফোনে একাধিক নোটিফিকেশন আসতে থাকে। আর সেই কারণে ঘুমে ব্যাঘাত হওয়ার রয়েছে আশঙ্কা। 

ফোন নিয়ে শুলে আদতে ঘুমের সাইকেল বিগড়ে যেতে পারে
  • 5/9

দেখা গিয়েছে মাথার পাশে ফোন নিয়ে শুলে আদতে ঘুমের সাইকেল বিগড়ে যেতে পারে। যার জন্য পিছু নিতে পারে একাধিক সমস্যা। 

রাতে মাথায় পাশে ফোন নিয়ে শোয়ার কারণে অ্যানজাইটি চেপে বসতে পারে
  • 6/9

শুধু তাই নয়, রাতে মাথায় পাশে ফোন নিয়ে শোয়ার কারণে অ্যানজাইটি চেপে বসতে পারে। যার ফলে কাজে ব্যাঘাত ঘটতে পারে।

সকালে উঠে কোনও কিছুতে মনোযোগ দিতে সমস্যা হয়
  • 7/9

অনেকেই মনে করেন, রাতে মাথার পাশে ফোন নিয়ে শুলে পরের দিন সকালে উঠে কোনও কিছুতে মনোযোগ দিতে সমস্যা হয়।

Advertisement
মোবাইল নিয়ে ঘুমানোর কারণে শরীরে হরমোনের তারতম্য হতে পারে
  • 8/9

রাতে মাথায় পাশে মোবাইল নিয়ে ঘুমানোর কারণে শরীরে হরমোনের তারতম্য হতে পারে। সেই কারণেও বিপদের রয়েছে আশঙ্কা।

আমাদের ফোন থেকে সারাদিন বেরতে থাকে রেডিয়েশন
  • 9/9

এছাড়া আমাদের ফোন থেকে সারাদিন বেরতে থাকে রেডিয়েশন। দীর্ঘসময় ধরে এই রেডিয়েশন শরীরের ক্ষতি করে দিতে পারে। তাই সাবধান হওয়া ছাড়া সত্যিই গতি নেই।
 

Advertisement