scorecardresearch
 

Weight Loss Foods: পটল খেলে ওজন বাড়ে না কমে? জানলে চমকে উঠবেন আপনিও

ভাল করে রান্না করলে পটলের স্বাদও অসাধারণ হতে পারে। ডালের সঙ্গে পটল ভাজা, পটলের দোর্মা, দুই পটলের মতো পদের কোনও তুলনা হয় না। তবে জানলে অবাক হবেন, পটলের দুর্দান্ত পুষ্টিগুণও রয়েছে। তাই সাধারণ সবজি ভেবে পটলকে হেলাফেলা করলে ভুল করবেন। আজকের প্রতিবেদনে জানতে পারবেন পটলের আশ্চর্য্য উপকারীতার বিষয়ে। 

Advertisement
পটল পটল
হাইলাইটস
  • পটলে ক্যালোরি অত্যন্ত কম। ফ্যাটও নেই বললেই চলে।
  • ক্যালোরি গ্রহণ ছাড়াই পেট অনেকটা সময় ধরে ভর্তি থাকবে।
  • খেয়াল রাখবেন, পটল যেন অতিরিক্ত তেলে ভাজা না হয়। 

Weight Loss Food: বাজারের সবচেয়ে সাধারণ সবজিগুলির মধ্যে পটল অন্যতম। অতি সহজলভ্য বলে যেন এর কদরও কম। অথচ, একটু আলু-পটলের ঝোল হলে তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যদিও বাড়িতে পটল হলে অনেকে মুখ ব্যাজার করে ফেলেন। পটল মুখে রোচে না। বাঙালিরা যেন পটলকে একটু হেয় করেই দেখেন।

কিন্তু ভাল করে রান্না করলে পটলের স্বাদও অসাধারণ হতে পারে। ডালের সঙ্গে পটল ভাজা, পটলের দোর্মা, দুই পটলের মতো পদের কোনও তুলনা হয় না। তবে জানলে অবাক হবেন, পটলের দুর্দান্ত পুষ্টিগুণও রয়েছে। তাই সাধারণ সবজি ভেবে পটলকে হেলাফেলা করলে ভুল করবেন। আজকের প্রতিবেদনে জানতে পারবেন পটলের আশ্চর্য্য উপকারীতার বিষয়ে। 

ওজন কমানোর অস্ত্র
পটলে ক্যালোরি অত্যন্ত কম। ফ্যাটও নেই বললেই চলে। এদিকে পটলে ফাইবার রয়েছে ভরপুর। তাই ওজন কমানোর পরিকল্পনা থাকলে পটল খেতে পারেন। এতে ক্যালোরি গ্রহণ ছাড়াই পেট অনেকটা সময় ধরে ভর্তি থাকবে। তবে খেয়াল রাখবেন, পটল যেন অতিরিক্ত তেলে ভাজা না হয়। 

আরও পড়ুন

হালকা ঝোল, কম তেলে ভাজা, কম তেলে রান্না করা তরকারি হিসাবে পটল খেতে পারেন।

উপকারীতায় ভরপুর
পটলের ফাইবার কোষ্ঠকাঠিন্য হ্রাস করতে সাহায্য করে। কচি পটল হলে বীজসহ-ই খান। এতে অনেক উপকার পাবেন। তাছাড়া অতি সাধারণ পটলেই প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে। ভিটামিন এ, সি-এর কারণে এটি দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। 

অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই সবজি। অ্যান্টি অক্সিডেন্ট বয়স, বলিরেখার ছাপ কমাতে সাহায্য করে। 

পুষ্টিবিদদের মতে, যাঁরা কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা নিয়মিত পটল খেতে পারেন। যাঁদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাঁরাও পটল খেতে পারেন।  

Advertisement

তবে যাঁদের গাঁটে ব্যাথার সমস্যা রয়েছে, তাঁদের পটল খেলেও তার বীজ ফেলে দেওয়া উচিত্।

আয়ুর্বেদ অনুসারে, সর্দি-কাশি, গলার সমস্যা, মাথার যন্ত্রণা কমাতে সাহায্য করে পটল। তবে একদিন খেয়েই ওষুধের মতো উপকার আশা করবেন না। নিয়মিত আপনার খাদ্যতালিকায় রাখলে তবেই এর উপকার পাবেন। 

পটলের ইংরাজি নাম কী?
পটলের ইংরাজি নাম জানতে চাইলে অনেকেই ঘাবড়ে যাবেন। আসলে পটল Gourd ফ্যামিলির একটি সবজি। ইংরাজিতে পটলের নাম 'Pointed Gourd'।

 

Advertisement