Diabetes Symptoms: ডায়াবেটিসের কোন কোন লক্ষণ উপেক্ষা করতে নেই, ডাক্তারের কাছে শুনে নিন

অনেক মানুষ ডায়াবেটিসের লক্ষণগুলি সম্পর্কে খবরই রাখেন না। আর সেটাই বিপদ বাড়ায়। তাই সাবধান হন। সময় থাকতে বিশিষ্ট ডাঃ রুদ্রজিৎ পালের থেকে জেনে নিন এই অসুখের লক্ষণ সম্পর্কে।

Advertisement
ডায়াবেটিসের কোন কোন লক্ষণ উপেক্ষা করতে নেই, ডাক্তারের কাছে শুনে নিনডায়াবেটিসের উপসর্গ
হাইলাইটস
  • অনেক মানুষ ডায়াবেটিসের লক্ষণগুলি সম্পর্কে খবরই রাখেন না
  • আর সেটাই বিপদ বাড়া
  • সময় থাকতে বিশিষ্ট ডাঃ রুদ্রজিৎ পালের থেকে জেনে নিন এই অসুখের লক্ষণ সম্পর্কে

ডায়াবেটিস একটি জটিল লাইফস্টাইল ডিজিজ। তাই এই রোগ নিয়ে হেলাফেলা করা চলবে না। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। কিডনি, হার্ট, নার্ভ, চোখের মতো অঙ্গ খারাপ হয়ে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা ডায়াবেটিস নিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন।

তবে মুশকিল হল, অনেক মানুষ ডায়াবেটিসের লক্ষণগুলি সম্পর্কে খবরই রাখেন না। আর সেটাই বিপদ বাড়ায়। তাই সাবধান হন। সময় থাকতে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রুদ্রজিৎ পালের থেকে জেনে নিন এই অসুখের লক্ষণ সম্পর্কে।

ডাঃ পাল বলেন, 'সুগার বাড়লেও অনেক রোগীর মধ্যে কোনও লক্ষণ থাকে না। আর সেটাই চিন্তার। তবে কিছু ক্ষেত্রে উপসর্গ দেখা যায়। কিন্তু তারা সেই সব উপসর্গকেও অবহেলা করেন। তাই আগেভাগেই সেই সব লক্ষণ সম্পর্কে জেনে নিন।'

বারবার প্রস্রাব

আপনার কি রাতে বারবার প্রস্রাব পায়? অন্যদের থেকে বেশিবার ছুটতে হয় বাথরুমে? তাহলে সাবধান হন। কারণ, এর পিছনে থাকতে পারে হাই ব্লাড সুগার। আসলে রক্তে গ্লুকোজের লেভেল বাড়লে শরীর তা মূত্রের মাধ্যমে বের করে দিতে চায়। যার ফলে বারবার পায় প্রস্রাব। তাই এমনটা হলে সাবধান হতে হবে। করতে হবে টেস্ট।

দুর্বলতা

আপনি হাজার কাজ করার পর দুর্বল হলেন, তাতে কোনও সমস্যা নেই। তবে আপনি যদি কিছু না করেই ক্লান্ত হয়ে পড়েন এবং কাজ করার যদি ইচ্ছে না থাকে, তাহলে তো সাবধান হতে হবেই। এটাও ডায়াবেটিসের হতে পারে লক্ষণ। তাই এমন ক্ষেত্রেও সুগার লেভেল মেপে ফেলতে বললেন ডাঃ পাল।

ইনফেকশন না সারা

আপনার কি বারবার ইনফেকশন হয়? সর্দি, কাশি লেগেই থাকে? এমন পরিস্থিতিতেও সাবধান থাকা জরুরি। কারণ, এর পিছনেও ডায়াবেটিস থাকতে পারে। তাই এমনটা হলেও সুগার লেভেল মাপুন। নিন চিকিৎসকের পরামর্শ।

ক্ষত না সারা

ডায়াবেটিস থাকলে ক্ষত অনেক ক্ষেত্রেই সারতে চায় না। বরং সেখানে পুঁজ হয়ে যেতে পারে। তাই এমনটা আপনার সঙ্গে হলেও সাবধান হন। করুন সুগার টেস্ট। পাশাপাশি চিকিৎসকের সঙ্গে কথা বলুন। তিনি যা নিয়ম মেনে চলতে বলবে, সেটা মেনে নিন। তাহলেই সুস্থ থাকতে পারবেন। কোনও বড় সমস্যা আপনাকে গ্রাস করতে পারবে না।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

POST A COMMENT
Advertisement