গরম জলে স্নান করলে কি পুরুষত্ব শেষ?শীত পড়তেই অনেকে গরম জলে করছেন স্নান। তাতে শরীর ও স্বাস্থ্য ভাল থাকবে বলে মনে করেন তাঁরা। যদিও এই ভাবনার বিপরীতেও একদল ভাবেন। তাঁদের মতে, গরম জলে স্নান করলে নাকি পুরুষত্ব বা বিজ্ঞানসম্মত ভাষায় ফার্টিলিটি কমে যেতে পারে! তবে এই কথার পিছনে কি কোনও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে, নাকি গোটা বিষয়টাই মিথ? আর সেই উত্তরটা জানতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রুদ্রজিৎ পালের সঙ্গে। তিনিই আমাদের এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানালেন।
টেস্টিক্যালসে গরম জল পড়লে কি পুরুষত্ব কমে যায়?
এই প্রশ্নের উত্তরে ডাঃ পাল বলেন, 'অনেকের মনেই ধারণা রয়েছে যে গরম জলে স্নান করলে বা এই জল টেস্টিক্যালসে পড়লে পুরুষত্ব চলে যেতে পারে। যদিও এই ভাবনার কোনও বিজ্ঞান ভিত্তি নেই। যেই গরম জলে মানুষ স্নান করেন, তা গায়ে ঢাললে কোনও সমস্যা হওয়ার আশঙ্কাই নেই। এমনকী সেটা টেস্টিক্যালসে পড়লেও কিছু হবে না। এর জন্য পুরুষত্ব কমবে না। এমনকী স্পার্ম কাউন্ট কমার আশঙ্কাও নেই। তাই যে কোনও মানুষ নিশ্চিন্তে গরম জলে স্নান করতে পারেন। তাতে সুস্থ থাকবেন।'
তবে একটা বিষয় নিয়ে ভীষণভাবে সতর্ক করেছেন ডাঃ পাল। তিনি জানিয়েছেন, যাঁরা নিয়মিত কোলে ল্যাপটপ নিয়ে কাজ করেন, তাঁদের কমে যেতে পারে ফার্টিলিটি।
এর কারণ হিসাবে ডাঃ পাল বলেন, 'ল্যাপটপ অনেকটা সময় ব্যবহার করলে সেটা খুবই গরম হয়ে যায়। আর সেই ল্যাপটপ যদি কোলে রেখে দীর্ঘদিন ব্যবহার করা হয়, তাহলে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। এমনকী হতে পারে অন্যান্য সমস্যা। তাই এই ভুলটা করবেন না। দীর্ঘক্ষণ কোলে ল্যাপটপ রেখে কাজ করবেন না।'
গরম জলে স্নান কাদের জন্য মাস্ট?
বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।