Sell TATA Elxsi Stock: TATA-এর এই শেয়ারের দাম পড়ছে হু হু করে, বেচে দেবেন? বিশেষজ্ঞরা যা বলছেন

ভরসার অপর নাম TATA Group। তাই স্টক মার্কেটে বিনিয়োগকারীদের একটা বড় অংশ TATA Group-এর স্টক কিনতে চান। তাঁরা এই সংস্থার একাধিক স্টক কেনেন। আর সেই সংস্থারই একটা স্টকের অবস্থা এখন খারাপ। যেই কারণে সেল রেটিং দিচ্ছে একাধিক ব্রোকারেজ হাউজ। 

Advertisement
TATA-এর এই শেয়ারের দাম পড়ছে হু হু করে, বেচে দেবেন? বিশেষজ্ঞরা যা বলছেনটাটা এলাক্সি স্টক
হাইলাইটস
  • ভরসার অপর নাম TATA Group
  • স্টক মার্কেটে বিনিয়োগকারীদের একটা বড় অংশ TATA Group-এর স্টক কিনতে চান
  • কারণে সেল রেটিং দিচ্ছে একাধিক ব্রোকারেজ হাউজ

ভরসার অপর নাম TATA Group। তাই স্টক মার্কেটে বিনিয়োগকারীদের একটা বড় অংশ TATA Group-এর স্টক কিনতে চান। তাঁরা এই সংস্থার একাধিক স্টক কেনেন। আর সেই সংস্থারই একটা স্টকের অবস্থা এখন খারাপ। যেই কারণে সেল রেটিং দিচ্ছে একাধিক ব্রোকারেজ হাউজ। 

ভাবছেন কোন স্টকের কথা বলছি? তাহলে শুনুন, TATA Elaxi-এর কথা বলা হচ্ছে। এক্ষেত্রে স্টকটির দাম এক বছরে পড়েছে ১০ শতাংশ। আর গত ২ বছরে ৩৭ শতাংশ নেমেছে শেয়ারের দাম। আর সেই কারণেই এই শেয়ার বেচে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

আসলে ৫ বছরে ১২১ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। আর ৪৮৪ শতাংশ রিটার্ন মিলেছে ১০ বছরে। যার ফলে অনেকেই এই স্টক কিনতে চান। 

তবে বর্তমানে সেই স্টকের হালই বেশ খারাপ। এই তো বুধবারই এর দাম পড়েছে ৫ শতাংশ। যার ফলে এটি ট্রেড করছে ৫৫০১.৯০ টাকায়। সেই দিন ৬৩০০০ শেয়ার হাত বদলেছে। যার দাম প্রায় ৩৫.৫৭ কোটি টাকা। 

বিশেষজ্ঞরা সেল করার পরামর্শ দিচ্ছে
অনেক ব্রোকারেজ ফার্মের দাবি, এই আইটি স্টক এখন কারেকশন মোডে রয়েছে। তারপরও এর ভ্যালুয়েশন রয়েছে অনেকটাই বেশি। তাই সেল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে এলারা ক্যাপিটাল জানায়, FY2027 এবং FY2028 এর ফরওয়ার্ড প্রাইসে ট্রেড করছে এই শেয়ারের দাম। যার ফলে বর্তমানে এর ভ্যালুয়েশন রয়েছে অনেকটাই বেশি। সেই কারণে এর দাম কমতে পারে। এই স্টকের দাম নেমে আসতে পারে ৪৫২০ টাকায়। তাই ব্রোকারেজের পক্ষ থেকে এই স্টকটা বেচে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও মাথায় রাখতে হবে, সংস্থার তৃতীয় কোয়ার্টারের ফলাফল খুব ভাল হয়েছে। 

কী বলছে মোতিলাল ওসওয়াল? 
এই ব্রোকারেজ ফার্মও মনে করছে কমতে পারে TATA Elaxi-এর স্টকের দাম। তাদের মতে, এর দাম কমে যেতে পারে ৪৭০০ টাকায়। তাই তাঁরা সেল করতে বলছে এই স্টক। 

Advertisement

এই ব্রোকারেজ ফার্মের মতে, এই স্টকের ভ্যালুয়েশন খুব বেশি রয়েছে। এই স্টকের ১২ মাসের ফরওয়ার্ড প্রফিটের থেকে ৪৩ গুণ বেশি রয়েছে ভ্যালুয়েশন। যার ফলে দাম কমতে পারে স্টকের বলেই তারা মনে করছে। 

তবে জেপি মর্গান এই বিষয়ে নিউট্রাল পজিশন নিয়েছে। তারা এই স্টকের দাম খুব একটা কমবে বলে মনে করছে না। তাদের পক্ষ থেকে এর দাম ৫১০০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

POST A COMMENT
Advertisement