পিত্তাশয় (Gallbladder) অথবা পিত্তথলি বা পিত্তকোষ পরিপাকতন্ত্রের একটি নাশপাতি আকৃতির ফাঁপা অঙ্গ যা যকৃতের ডান দিকের নিম্নতলে পেটের আবরক ঝিল্লিহীন খাঁজে তির্যকভাবে অবস্থান করে। এটি পোর্টা-হেপাটিসের ডান প্রান্ত থেকে যকৃতের নিম্নকিনারা পর্যন্ত বিস্তৃত। পিত্তের কারণে এটির রং গাঢ় সবুজ দেখায়। এটি পিত্তনালীর মাধ্যমে যকৃৎ ও ডিওডিনাম সঙ্গে যুক্ত। পিত্তাশয়ে পাথর অর্থাৎ গলব্লাডারে স্টোন হলে, অনেক সমস্যায় পড়তে হয় রোগীকে। এই রোগ নিয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে মানুষের। জানুন উপসর্গ কী কী, কীভাবে চিকিৎসায় সুস্থ হবেন।
গলব্লাডারে স্টোনের উপসর্গ
পেটের ওপরের অংশে, বিশেষত ডান দিকে কনকনে ব্যথা, সেই ব্যথা যদি মাঝে মধ্যে ডান কাঁধে ছড়িয়ে পড়ে, কাঁপুনি দিয়ে জ্বর, বমি বমি ভাব, অনবরত বমি, চর্বিজাতীয় কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলেই পেটে ব্যথা হওয়া এই সবই গলব্লাডারে স্টোনের লক্ষণ।
কারা এই রোগে আক্রান্ত হয়?
কেন গলব্লাডারে স্টোন হয়, তার কোনও নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি। এছাড়া যাদের ওজন বেশি, যাদের শরীরে কোলেস্টেরল অনেক বেশি, পাচকতন্ত্রের কোনও সমস্যা আছে , তাদের এই রোগের আশঙ্কা বেশি।
গলব্লাডারে স্টোনের চিকিৎসা
গলব্লাডারে স্টোন হলে তা আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে। পিত্তথলির পাথর অপসারণ ওষুধের মাধ্যমে সম্ভব নয়। তবে এখন আর পেট কেটে অস্ত্রোপচার করার তেমন প্রয়োজন হয় না। তবে কারও যদি পিত্তথলি ও পিত্তনালিতে অনেক পাথর হয়ে থাকে, কিংবা বিভিন্ন রকম জটিলতা থাকে, তবে সে ক্ষেত্রে পেট কেটে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এছাড়াপিত্তথলির পাথর সাধারণত ল্যাপারোস্কপির মাধ্যমে বের করে আনা হয়। এতে পেট কাটতে হয় না। পেটে চারটি ছোট ছোট ছিদ্র করে ল্যাপারোস্কপি যন্ত্রের মাধ্যমে পাথর বের করে আনা হয়। অস্ত্রোপচারের পরদিনই রোগী বাড়ি যেতে পারেন। অস্ত্রোপচার–পরবর্তী সময় ল্যাপারোস্কপি সাইট বা ছিদ্রে কোনো ধরনের সংক্রমণ হওয়ার আশঙ্কাও অনেক কম থাকে।
গলস্টোন অস্ত্রোপচারের পর কী কী নিয়ম মানতে হয়?
এই অস্ত্রোপচারের পরে চিকিৎসকেরা বর্তমান সময় ১৫ দিনের বিশ্রাম নিতে বলেন। তবে খাওয়াদাওয়া বা জীবনযাত্রার ক্ষেত্রে অনেক সাবধানতা মানতে হয়। কম ফ্যাটযুক্ত খাবার- যেমন শাকসবজি, ডাল, গোটা শস্য এবং ফল খেতে হবে। ফাইবার সমৃদ্ধ শাকসবজি এবং প্রচুর ফ্লুইট খান। অস্ত্রোপচারের পরে জাঙ্ক ফুড, ভাজাভুজি, অ্যালকোহল খাবেন না।
Disclaimer: এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা। শারীরিক সমস্যা হলে অবশ্যই পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে।