Lung Cancer Tendency: ফুসফুসের ক্যান্সার বেশিরভাগই ধূমপানের কারণেই হয়। সাধারণত বিশ্বাস করা হয় যে এই রোগটি কেবল তাদের মধ্যেই ঘটে যারা সিগারেট বা বিড়ি খান। অর্থাৎ ধূমপান করেন। কিন্তু সেটা সম্পূর্ণ সত্য নয়। আসল সত্য অনুমানের চেয়ে অনেকটা আলাদা। আসলে, ফুসফুসের ক্যান্সার এমন লোকদের মধ্যেও দেখা যায় যারা ধূমপান একদমই করেন না। ভারতে, প্রায় ১০-৩০% ফুসফুসের ক্যান্সারের ঘটনা এমন লোকদের মধ্যে পাওয়া যায় যারা জীবনে কখনও সিগারেট বা বিড়ি খায়নি।
ধূমপান ছাড়াই ক্যান্সার হয়
ভারতে, এই সংখ্যা ৪০% পর্যন্ত বলে জানা গিয়েছে। এর অর্থ হল, ১০০ জন অধূমপায়ী ব্যক্তির মধ্যে ৪০ শতাংশের ফুসফুসের ক্যান্সার হয়েছে। অধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হলো পরোক্ষ ধোঁয়ার ফলে উৎপন্ন কার্সিনোজেন (ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন পদার্থ)। কাঠ বা কয়লা পোড়ানোর ফলে ঘরের ভেতরে তৈরি দূষণকারী পদার্থ, কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং গ্যাস এবং পূর্বে বিদ্যমান ফুসফুসের রোগের কারণে।
এই কথা জানিয়েছেন বেঙ্গালুরুর সম্প্রদা হাসপাতালের মেডিকেল অনকোলজি, হেমাটোলজি এবং অস্থি মজ্জা প্রতিস্থাপন বিভাগের প্রধান ডাঃ ভি.কে. সিং। রাধেশ্যাম নায়েক লঙ্গর ক্যান্সার দিবসে বলেন, ফুসফুসের ক্যান্সারের কিছু ক্ষেত্রে ইস্ট্রোজেনের সংস্পর্শের কারণেও ঘটে, যা মানব কার্সিনোজেন নামে পরিচিত মহিলা যৌন হরমোনের একটি গ্রুপ।
কিন্তু তাহলে কেন হচ্ছে লাং ক্যান্সার?
ডাক্তারদের মতে, "নন-স্মোকার"দের মধ্যেও ক্যান্সারের মূল কারণ হলো
১. সেকেন্ডহ্যান্ড স্মোক (অন্যের ধোঁয়ার মধ্যে থাকা),
২. রান্নাঘরের ধোঁয়া কাঠ, উপলা, কয়লা দিয়ে রান্নার সময় তৈরি হয় যেসব ক্ষতিকর গ্যাস
৩. কারখানার বিষাক্ত বায়ু
৪. ঘরের মধ্যে নিয়মিত ধূপ-ধুনো বা আগরবাতি জ্বালানো
৫. আগে থেকেই থাকা ফুসফুসের রোগ
৬. হরমোনজনিত কারণ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের প্রভাব
বড় শহর মানেই বাড়তি ঝুঁকি
ডাঃ রাধেশ্যাম নায়েক জানাচ্ছেন, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরে পুরুষ-মহিলা উভয়ের মধ্যেই ক্যান্সারের হার বাড়ছে। কারণ শহরের ভিতরে-বাইরে প্রচণ্ড পরিমাণে দূষণ চরমে উঠেছে। বিশ্বে দূষণের দিক দিয়ে ভারতের অবস্থান পঞ্চম। প্রায় ৭৫% পরিবার এখনও কাঠ-কয়লা দিয়ে রান্না করে। এর থেকে যে ধোঁয়া হয়, তাতে শরীরে জমতে জমতে জন্ম নেয় ক্যান্সার।
ধূপ, আগরবাতির কারণে
যাঁরা ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন ঘরে ধূপ জ্বালান, তাঁদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ৪ গুণ বেশি।
হ্যাঁ, ঠিকই শুনছেন। ঘরের সৌরভের জন্য কিংবা পুজোর সময় ব্যবহার করা এই ধোঁয়াও কিন্তু মারাত্মক হতে পারে।