বৃষ্টিতে ভিজে অফিস থেকে বাড়ি ফিরেছেন? বর্ষায় হামেশাই এমনটা হয়। অফিস কাছারি, স্কুল কলেজ করলে বৃষ্টিতে ভিজে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে অনেকেরই বৃষ্টিতে ভিজলে সর্দি, কাশি, জ্বর হয়। অনেকেই বৃষ্টির জল মাথায় পড়লে সহ্য করতে পারে না। বৃষ্টিতে ভিজলেও শরীর খারাপ না হওয়ার পরামর্শ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বাঙালি আবেগকে হাতিয়ার করে পথে মমতা নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন বৃষ্টিতে ভিজে। সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকেরা। বৃষ্টিতে ভিজে যাতে জ্বর না আসে এই মঞ্চ থেকে সেই টিপসও দেন নেত্রী।
বর্ষায় বৃষ্টিতে ভিজলে কীকরে নিজেকে সুস্থ রাখবেন? বললেন মমতা
মমতা এদিন বলেন, "বৃষ্টিতে ভিজলে বাড়িতে গিয়ে গরম জলে স্নান করবেন আর একট অ্যান্টি-অ্য়ালার্জিক খেয়ে নেবেন।" বৃষ্টিতে ভেজার পর নিজেও তাই করেন বলে জানান মমতা। এদিন তিনি আরও বলেন, রোদ, ঝড়, জল, বৃষ্টিতে এভাবেই ভেজেন তাঁরা। বুধবার পদযাত্রা শেষে ধর্মতলার সভা থেকে সকলকে এই পরামর্শ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকি চিকিৎসকেরাও পরামর্শ দেন বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি গিয়ে ঠান্ডা-গরম জলে স্নান করার। গরম কিছু খাওয়ার পরামর্শ দেন। সেইসঙ্গে অফিসে থাকলে সেখানে অতিরিক্ত জামাকাপড় রাখার পরামর্শও দেন।
এছাড়াও, বৃষ্টিতে ভিজে গেলে মাথা অর্থাৎ চুলের জল মুছে নেওয়া খুব জরুরি। নাহলে চট করে ঠান্ডা লেগে যেতে পারে। কর্মক্ষেত্রে পোশাক সহ একজোড়া জুতোও রাখুন। এতে ভিজে গেলে বদলে নিতে পারবেন।