World Diabetes Day: বারবার সর্দি-কাশি কি ডায়াবেটিসের লক্ষণ? যা জানালেন কলকাতার বিশিষ্ট সুগার বিশেষজ্ঞ

নিয়মিত জ্বর, সর্দি-কাশি কি আদৌ ডায়াবেটিসের লক্ষণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে? আর বিশ্ব ডায়াবেটিস দিবসে সেই উত্তরটাই আমাদের দিলেন কলকাতা শহরের বিশিষ্ট সুগার বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র।

Advertisement
বারবার সর্দি-কাশি কি ডায়াবেটিসের লক্ষণ? যা জানালেন কলকাতার বিশিষ্ট সুগার বিশেষজ্ঞবিশ্ব ডায়াবেটিস দিবস
হাইলাইটস
  • নিয়মিত জ্বর, সর্দি-কাশি কি আদৌ ডায়াবেটিসের লক্ষণ?
  • নাকি এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে?
  • আর বিশ্ব ডায়াবেটিস দিবসে সেই উত্তরটাই আমাদের দিলেন কলকাতা শহরের বিশিষ্ট সুগার বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র

সর্দি-কাশি একটি সাধারণ সমস্যা। এই সমস্যা বছরে এক-আধবার লেগেই থাকে। তবে অনেকের আবার মাঝে মধ্যেই সর্দি, কাশি হয়। তারা এক মাস-দুই মাস অন্তরই এই সমস্যার ফাঁদে পড়ে কষ্ট পান। কিন্তু তারপরও সেই দিকে নজর দেন না। সমস্যাটা এভাবেই চলতে থাকে।

তবে প্রশ্ন হল, এভাবে নিয়মিত জ্বর, সর্দি-কাশি কি আদৌ ডায়াবেটিসের লক্ষণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে? আর বিশ্ব ডায়াবেটিস দিবসে সেই উত্তরটাই আমাদের দিলেন কলকাতা শহরের বিশিষ্ট সুগার বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র

বারবার সর্দি-কাশি কি ডায়াবেটিসের লক্ষণ?

এই প্রশ্নের উত্তরে ডাঃ মিত্র বলেন, 'ডায়াবেটিস রোগীদের অনেক সময়ই সুগার লেভেল বেড়ে যায়। আর এই কারণেই বিপদ হয়। তাদের ইনফেকশন লেগেই থাকে। সর্দি, কাশি হওয়ার আশঙ্কাও থাকে। তাই বারবার ঠান্ডা লাগলে অবশ্যই সাবধান হন। চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ নেওয়ার। তবে একটা কথা বলে রাখি, সর্দি-কাশি মানেই ডায়াবেটিস নয়। তাই প্রথমেই বিষয়টা নিয়ে নিশ্চিত হবেন না।'

বাড়াবাড়ি হয়

একটা কথা মাথায় রাখতে হবে, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে ইনফেকশন বাড়াবাড়ি দিকে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া শরীরের উপর বেশি আঘাত হানে। তাই সাধারণ সর্দি-কাশি থেকে বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে বেশি। অনেক ক্ষেত্রেই সমস্যা নিউমোনিয়ার দিকে এগিয়ে যেতে পারে। তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এমনটাই জানালেন ডাঃ মিত্র।

কী করবেন?

বারবার সর্দি-কাশি হলে সাবধান হতে হবে। চেষ্টা করতে হবে প্রথমেই সুগার টেস্ট করে নেওয়ার। সেই টেস্টের রিপোর্টে কিছু এ দিক-ও দিক দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনি ওষুধ খেতে বললে খান। তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন বলে মনে করেন ডাঃ মিত্র।

টিকা নেওয়া মাস্ট

যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের প্রতিবছর অন্তত দুটি টিকা নিতেই হবে। সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা টিকা মাস্ট। পাশাপাশি নিউমোনিয়ার টিকাও নিতে হবে। তাতেই সুস্থ থাকতে পারবেন। এড়িয়ে চলা যাবে একাধিক সমস্যার ফাঁদ।

Advertisement

এছাড়া কোন কোন লক্ষণ থাকে

ডায়াবিটিসের একটা বড় অংশের কোনও লক্ষণ থাকে না। তবে কিছু ক্ষেত্রে রোগীর শরীরে উপসর্গ ফুটে ওঠে। আর সেগুলি হল-

১. বারবার প্রস্রাব পাওয়া

২. অত্যন্ত ক্লান্তি

৩. কাজে অনীহা

৪. ওজন কমে যাওয়া

৫. ইনফেকশন সারতে না চাওয়া ইত্যাদি।

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

POST A COMMENT
Advertisement