scorecardresearch
 

Kate Winslet on Testosterone: যে হরমোন রিপ্লেস করলে বেশি বয়সেও তুঙ্গে থাকে ইচ্ছে, 'টাইটানিক'-এর কেট উইন্সলেটের টিপস VIRAL

সম্প্রতি হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট (Kate Winslet) বললেন, অনেক সময় মেয়েদের যৌন ইচ্ছে দ্রুত কমে যায় টেস্টোস্টেরন (Testosterone) হরমোন নিঃসরণ কমে যাওয়ার জেরে। 

Advertisement
কেট উইন্সলেট কেট উইন্সলেট
হাইলাইটস
  •  'সেক্স করার ইচ্ছে কমতে শুরু করে'
  • টেস্টোস্টেরন(Testosterone) হরমোন কী ও শরীরে কী প্রভাব?
  • কিশোর বয়সে Testosterone হরমোন কী করে?

মানবশরীরে হরমোনের গুরুত্ব অপরিসীম। জীবনশৈলীতে ভারসাম্য (Hormone Imbalance)  আনে হরমোন। হরমোনের ব্যালেন্স বিগড়ে গেলেই বিপদ। হরমোনের অভাবের জন্য যৌন আকাঙ্ক্ষাও কমে যেতে পারে।  সম্প্রতি হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট (Kate Winslet) বললেন, অনেক সময় মেয়েদের যৌন ইচ্ছে দ্রুত কমে যায় টেস্টোস্টেরন (Testosterone) হরমোন নিঃসরণ কমে যাওয়ার জেরে। 

 'সেক্স করার ইচ্ছে কমতে শুরু করে'

৪৮ বছর বয়সী কেট উইন্সলেটের কথায়, 'অনেকেই জানেন না, মহিলাদেরও টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। সেই হরমোনের মাত্র কমলে সেক্স করার ইচ্ছে কমতে শুরু করে। তাই টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বন্ধ হলে আপনার উচিত তা রিপ্লেস করা। আবার সেক্স করার ইচ্ছে তৈরি হবে।'

আরও পড়ুন

কেট উইন্সলেট
কেট উইন্সলেট

টেস্টোস্টেরন(Testosterone) হরমোন কী ও শরীরে কী প্রভাব?

টেস্টোস্টেরন হরমোন পুরুষদের অণ্ডকোষে নিঃসরণ হয় ও খুব অল্প পরিমাণে নিঃসৃত হয় মহিলাদের ডিম্বাশয় ও অ্যাড্রেনালে। পুরুষদের উত্‍পদন ক্ষমতায় বড় ভূমিকা নেয় এই হরমোন। সেক্সুয়াল গ্রোথেও বড় ভূমিকা রয়েছে টেস্টোস্টেরন হরমোনের। 

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কিশোর বয়সে Testosterone হরমোন কী করে?

বিশেষজ্ঞ চিকিত্‍সক রাকেশ কুমার প্রসাদ ইন্ডিয়া টুডে-কে জানালেন, কৈশোর অবস্থায় টেস্টোস্টেরন হরমোন দেহের বৃদ্ধি, পুরুষাঙ্গের চুল বা পিউবিক কেশ, পুরুষাঙ্গ, অণ্ডকোষ এনলার্জমেন্ট ও সেক্সের ইচ্ছে বাড়ায়। ব্যবহারে আগ্রাসী মনোভাবও নিয়ন্ত্রণ করে টেস্টোস্টেরন হরমোন। মহিলাদের ক্ষেত্রেও এই হরমোন একই রকম ভূমিকা নেয়। মহিলাদেরও সেক্স করার ইচ্ছে নিয়ন্ত্রণ করে এই হরমোন। মন ভাল রাখতে সাহায্য করে।

   

Advertisement

Advertisement