scorecardresearch
 

Tomato Magical Benefit: ক্যান্সার, হৃদরোগ বশে রাখে, সারা বছর বাজারে গড়াগড়ি খাওয়া সস্তার এই সবজি

টম্যাটোতে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফারের মত উপাদান থাকে। থাকে গ্লুটাথিয়নও। যা আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এতে হজম শক্তিও বাড়বে।

Advertisement
ক্যান্সার, হৃদরোগ বশে রাখে, সারা বছর বাজারে গড়াগড়ি খাওয়া সস্তার এই সবজি ক্যান্সার, হৃদরোগ বশে রাখে, সারা বছর বাজারে গড়াগড়ি খাওয়া সস্তার এই সবজি

Tomato Magical Benefit: অপরিহার্য না হলেও খাবার পাতে সব সময় যে সবজিটি আমাদের শোভাবর্ধন করে তা হল টমেটো। সবজিতেতো বটেই, চাটনি এবং স্যালাডেও টমেটোর যথেচ্ছ ব্য়বহার হয় আমাদের দেশে। রোজকার খাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবজি এবং পছন্দেরও বটে। এটি যে আমরা শুধু খাবারের স্বাদ বাড়ায় তাই নয়, এতে প্রচুর উপকার রয়েছে।

কী কী উপাদান থাকে এই সবজিতে ?

টম্যাটোতে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফারের মত উপাদান থাকে। থাকে গ্লুটাথিয়নও। যা আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এতে হজম শক্তিও বাড়বে।

আরও পড়ুন

ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়
ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে সাহায্য করে টম্যাটোতে লাইকোপিন নামক একপ্রকার আন্টি-অক্সিডেন্ট থাকে। যা আপনার হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এই সবজিতে ভিটামিন সি, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামের মতন উপাদান থাকে। থাকে সালফারও। যা আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। শরীরে রক্ত চলাচলের স্বাভাবিক করতেও কাজ করে টম্যাটো।

স্তন ক্যানসারের ঝুঁকি কমে
গবেষণায় দেখা গেছে, যে সকল নারীরা প্রচুর পরিমাণে টম্যাটো খান। তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেক কম। গ্লুটাথিয়ন নামক এক প্রকার আন্টিঅক্সিডেন্ট থাকে এতে। যা আপনার হরমোনের উপর শুভ প্রভাব ফেলে।

ওজন নিয়ন্ত্রণে রাখে
যদি আপনি আপনার ওজন কমাতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন টম্যাটো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি ওজন কমাতেও সাহায্য করে।

হাড় মজবুত রাখে
টম্যাটোতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম থাকে। তাই আপনি আপনার হাড় যদি মজবুত করতে চান। তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতেই পারেন এই সবজি। ব্রেন হেমারেজের ঝুঁকিও অনেক কমে। এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে।

Advertisement

হজমশক্তি বাড়ায়
হজম শক্তি বাড়াতে টম্যাটোর জুড়ি মেলা ভার। কারণ এই সবজিতে ক্লোরিন ও সালফার থাকে। যা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে
শরীর থেকে খারাপ বর্জ্য পদার্থ বার করতে সাহায্য করে এই সবজি। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এই সবজি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।



 

Advertisement