scorecardresearch
 

Vagina Tightening Pills: এক ট্যাবলেটেই শিথিল ভ্যাজাইনা 'টাইট'? VIDEO VIRAL, সতর্ক করলেন ডাক্তার

যৌনতা এখনও এদেশে 'ট্যাবু'। সবার সামনে আলোচনা করতে সংকোচ-লজ্জা। সেই কারণেই এই নিয়ে ভ্রান্ত, অস্পষ্ট ধারণাও বহু মানুষের। সেটা কাজে লাগিয়েই যে কিছু সংস্থা মুনাফার দৌড়ে নেমেছে, তা বলাই বাহুল্য। তারই উদাহরণ হল, যোনি 'টাইট' করার ট্যাবলেট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ট্যাবলেটের বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। টিভি অভিনেত্রী নিয়া শর্মা সেই বিজ্ঞাপনের মুখ। ব্র্যান্ডের নাম Vg-3। বলা হচ্ছে, এই ট্যাবলেট যোনিতে প্রবেশ করালেই ৩০ মিনিটের মধ্যে তা যোনিকে শক্ত করে তুলবে।

Advertisement
যোনি 'টাইট' করার ট্যাবলেটের বিজ্ঞাপন ভাইরাল। যোনি 'টাইট' করার ট্যাবলেটের বিজ্ঞাপন ভাইরাল।

যৌনতা এখনও এদেশে 'ট্যাবু'। সবার সামনে আলোচনা করতে সংকোচ-লজ্জা। সেই কারণেই এই নিয়ে ভ্রান্ত, অস্পষ্ট ধারণাও বহু মানুষের। সেটা কাজে লাগিয়েই যে কিছু সংস্থা মুনাফার দৌড়ে নেমেছে, তা বলাই বাহুল্য। 

তারই উদাহরণ হল, যোনি 'টাইট' করার ট্যাবলেট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ট্যাবলেটের বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। টিভি অভিনেত্রী নিয়া শর্মা সেই বিজ্ঞাপনের মুখ। ব্র্যান্ডের নাম Vg-3। বলা হচ্ছে, এই ট্যাবলেট যোনিতে প্রবেশ করালেই ৩০ মিনিটের মধ্যে তা যোনিকে শক্ত করে তুলবে।

এই বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পরেই অনেকে এই নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন, 'এই জাতীয় প্রোডাক্ট প্রচারের জন্য নিশ্চই আপনি বড় অঙ্কের চেক পেয়েছেন!' অনেকে বলছেন, 'এটি চরম লজ্জার'। কেউ কেউ আবার এই ধরণের কন্টেন্টের জন্য তাঁকে আনফলো করে দেবেন বলেও জানিয়েছেন।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nia Sharma (@niasharma90)

বিতর্ক, সমালোচনা তো থাকবেই। কিন্তু এই ধরণের ট্যাবলেট কী আদৌ শিথিল যোনিকে শক্ত করতে পারে? 

এর জন্য আগে আপনাকে বুঝতে হবে, বিভিন্ন কারণেই যোনিপথের পেশি সময়ের সঙ্গে শিথিল হয়ে যেতে পারে :

বার্ধক্য : মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের পরিবর্তন, বিশেষ করে মেনোপজের সময়, যোনির টিস্যুতে কোলাজেন এবং এলাস্টিসিটি হ্রাস পেতে পারে।

প্রসব : যোনিপথে প্রসবের ফলে পেলভিক ফ্লোরের পেশী এবং পার্শ্ববর্তী টিস্যু প্রসারিত হতে পারে। একাধিক গর্ভধারণের ক্ষেত্রে আরও বেশি করে এই প্রভাব পড়তে পারে।

হরমোনের পরিবর্তন : মাসিক চক্র, গর্ভাবস্থা এবং মেনোপজের সময় ইস্ট্রোজেনের মাত্রা ওঠানামা করে। এর ফলে যোনির পেশি শিথিল হতে পারে।

ওজন পরিবর্তন : অনেক বেশি ওজন বৃদ্ধি বা হ্রাস পেলে তার ফলে পেলভিক ফ্লোরের পেশী শিথিল হয়ে যেতে পারে।

শারীরিক কসরৎ না করা : নিয়মিক শারীরিক পরিশ্রম, ব্যায়াম না করে, অলস জীবনযাত্রার ফলে পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে যেতে পারে। নিয়মিত পেলভিক ফ্লোরের ব্যায়ামও করা উচিত, যেমন কেগেলস। কেগেলস-kegels লিখে গুগলে সার্চ করলেই এর প্রক্রিয়া জানতে পারবেন।

এই ধরণের ভ্যাজাইনা টাইট করার ট্যাবলেট আদৌ কাজ করে? 

আরও পড়ুন

Advertisement

গুরুগ্রামের সিকে বিড়লা হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের ডাইরেক্টর ডাঃ আস্থা দয়াল বলেন, 'এই ট্যাবলেটগুলিতে সাধারণত ভেষজ উপাদান থাকে, যেমন মানজাকানি এবং দামিয়ানা, যা যোনিপথের পেশী শক্ত করে, লুব্রিকেশন বাড়ায়, বা যৌন সংবেদন উন্নত করে। এগুলি সাধারণত কোলাজেন উৎপাদন বা টিস্যুকে শক্ত করে যোনির দেওয়াল রিস্টোর করার ক্লেম করে।' কিন্তু এই ধরণের কিছু প্রোডাক্টে যোনির দেওয়ালে সামান্য ফোলাভাব বা জ্বালা তৈরি হতে পারে। অস্থায়ীভাবে একটি শক্ত করার এফেক্ট তৈরি হতে পারে। সেই কারণে টানটান অনুভব হয়। এতে অস্থায়ীভাবে মনে হতেই পারে যে কাজ হচ্ছে। কিন্তু এগুলি যে সত্যিই কাজ করে, এমন বিজ্ঞানসম্মত প্রমাণ খুব কমই আছে। বেশিরভাগ ক্লেইমই অপরীক্ষিত।'

ঝুঁকিপূর্ণ হতে পারে

ডাঃ দয়ালের মতে, যোনিপথের পেশি শক্তিশালী করার জন্য সঠিক পেশির কাজ করা প্রয়োজন। ট্যাবলেট এর বিকল্প হতে পারে না।

তার উপর, এই জাতীয় ট্যাবলেটের ভেষজ বা রাসায়নিক যৌগের প্রভাবে যোনির স্বাভাবিক pH-এর ভারসাম্যকে পরিবর্তিত হতে পারে, সংক্রমণ বা জ্বালা হতে পারে। অ্যালার্জির বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।

যোনি পেশী শক্ত করার বড়িগুলি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সহ আসতে পারে

এতে যোনির মাইক্রোবায়োমও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ব্যাকটেরিয়া ভ্যাজিনোসিস, ইস্ট ইনফেকশন বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি) এর মতো আরও গুরুতর জটিলতা হতে পারে। 

আমাজনে এই প্রোডাক্টের কিছু রিভিউতেও ব্যবহারকারীরা জ্বালা হওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার কথা লিখেছেন। 

তাই মনে রাখবেন, এগুলি কিন্তু ওষুধ। খালি বিজ্ঞাপন দেখে বা কারও কথায় প্রভাবিত হতে এমন ওষুধ ব্যবহার না করাই শ্রেয়। বরং চিকিৎসকের পরামর্শ নিন। সেটাই একমাত্র সঠিক পথ। 

 

Advertisement