Vibrating Ingestible Pill: আবিস্কার হল ফ্যাট কমানোর আজব ক্যাপসুল, পেটে গিয়ে কাঁপবে; ভুঁড়ি কমবেই

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়াররা ফ্যাট কমানোর দারুণ এক ক্যাপসুল আবিস্কার করেছেন। ক্যাপসুলটির লক্ষ্য শরীরের প্রাকৃতিক তৃপ্তি সংকেত অনুকরণ করে পূর্ণতার অনুভূতি জাগানো। যা খেলে মনে হবে পেট ভর্তি, আর খাওয়ার দরকার নেই। যার ফলে হু হু করে কমবে ওজন।

Advertisement
আবিস্কার হল ফ্যাট কমানোর আজব ক্যাপসুল, পেটে গিয়ে কাঁপবে; ভুঁড়ি কমবেইফাইল ছবি।
হাইলাইটস
  • ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়াররা ফ্যাট কমানোর দারুণ এক ক্যাপসুল আবিস্কার করেছেন।
  • ক্যাপসুলটির লক্ষ্য শরীরের প্রাকৃতিক তৃপ্তি সংকেত অনুকরণ করে পূর্ণতার অনুভূতি জাগানো।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়াররা ফ্যাট কমানোর দারুণ এক ক্যাপসুল আবিস্কার করেছেন। ক্যাপসুলটির লক্ষ্য শরীরের প্রাকৃতিক তৃপ্তি সংকেত অনুকরণ করে পূর্ণতার অনুভূতি জাগানো। যা খেলে মনে হবে পেট ভর্তি, আর খাওয়ার দরকার নেই। যার ফলে হু হু করে কমবে ওজন।

জলের সঙ্গে এই ক্যাপসুল গিলে ফেললেই কাজ শুরু হয়। পাকস্থলীতে গিয়ে থরথর করে কাঁপবে ক্যাপসুল। ৩০ মিনিট ধরে এমন কম্পন হবে যে, ভুঁড়ি ও চর্বি গলাতে শুরু করবে। এই ক্যাপসুল আবার ব্রেনেও প্রভাব খাটাবে। খাই খাই ভাব কমে যাবে। তখন অল্প খেলেই পেট ভরা মনে হবে। ফ্যাট কমাতে এমন আজব ওষুধই আসতে চলেছে বাজারে। ইঁদুরের উপর বহুবার পরীক্ষা করে দেখা গেছে এই ওষুধ একদম সঠিকভাবেই নাকি কাজ করে। অতি দ্রুত ফ্যাট কমাতে পারে বলে দাবি গবেষকদের।

ওবেসিটিতে যাঁরা ভুগছেন, তাঁদের জন্য এই ওষুধ দারুণ কার্যকরী হবে বলেই দাবি করেছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, এই ক্যাপসুলে সিলভার অক্সাইড ব্যাটারি লাগানো আছে। পাকস্থলীতে গিয়ে সেটি ৩০ মিনিট ধরে কাঁপবে। একই সময়ে হরমোন নিঃসরণকেও কন্ট্রোল করবে। গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। ভেগাস নার্ভের মাধ্যমে বার্তা পাঠাবে। ফলে খাই খাই ভাবনাটা মন ও মস্তিষ্ক থেকে ধীরে ধীরে উধাও হবে। 
 

 

POST A COMMENT
Advertisement