শীতের শেষ আর বসন্তের শুরু মানেই ভয় ধরায় চিকেন পক্স। চলতি মরশুমে ভরা শীতেই অনেকে চিকেন পক্সে আক্রান্ত হচ্ছেন। চিকেন পক্স ছোঁয়াচে। তাই এক জনের হলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই সময় তাই সকলকেই সতর্ক থাকতে হয়। চিকেন পক্স যাতে না হয়, সে জন্য় কিছু পদক্ষেপ নেওয়া দরকার। কিছু জিনিস মেনে চললেই এই রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়।