scorecardresearch
 
Advertisement

Hepatitis B and C Virus: সাবধান! চুল-দাড়ি কাটাতে গিয়েও শরীরে ঢুকতে পারে হেপাটাইটিস ভাইরাস

Hepatitis B and C Virus: সাবধান! চুল-দাড়ি কাটাতে গিয়েও শরীরে ঢুকতে পারে হেপাটাইটিস ভাইরাস

ক্লান্তি, খাবারে অরুচি আর গাঁটে গাঁটে ব্যথা— এই সব সমস্যা দীর্ঘদিন ধরে চললে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, এগুলি হেপাটাইটিস বি বা সি-এর লক্ষণ হতে পারে। রক্তের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি ও সি ভাইরাস৷ রক্ত সঞ্চালন, সিরিঞ্জ থেকে সংক্রমণের সবচেয়ে বেশি আশঙ্কা থাকে৷ কিন্তু, কখনও অন্য কোনও পথেও শরীরে এই ভাইরাস ঢুকতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ৬০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে সংক্রমণের উৎস নিশ্চিত ভাবে জানাই যায় না ৷ দাড়ি কাটার ব্লেড, খুর বা ব্রাশের মাধ্যমেও অনেক সময় হেপাটাইটিস ভাইরাস শরীরে ঢুকতে পারে।

Advertisement