Advertisement

Chickenpox Prevention: চিকেন পক্স ভীষণ যন্ত্রণার রোগ, বাঁচার উপায় কী? মোক্ষম টিপস রইল

বসন্ত পড়তেই মন যতই উচাটন হোক না কেন, বাতাসে বিষও উড়ে বেড়ায়। এই সময় চিকেন পক্সের মতো রোগের সংক্রমণ বাড়ে। এটা ভেরিসেলা-জোস্টার নামক ভাইরাস থেকে হয়। শুরুতে জ্বর, গা ম্যাজম্যাজ, শরীর কমজোরি হতে থাকে, পেটের গন্ডগোল দেখা দেয়। কিন্তু যখন পক্সের ফোস্কা বেরনো আরম্ভ হয় তখন আর রক্ষা নেই। ভোগাবে অন্তত ৭-১০ দিন। তাই সাবধানতা অতি বাঞ্ছনীয়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ছড়ায় এই ভাইরাস? এবং চিকেন পক্সের সংক্রমণ এড়াতে কী করণীয়।

Advertisement
POST A COMMENT