বসন্ত পড়তেই মন যতই উচাটন হোক না কেন, বাতাসে বিষও উড়ে বেড়ায়। এই সময় চিকেন পক্সের মতো রোগের সংক্রমণ বাড়ে। এটা ভেরিসেলা-জোস্টার নামক ভাইরাস থেকে হয়। শুরুতে জ্বর, গা ম্যাজম্যাজ, শরীর কমজোরি হতে থাকে, পেটের গন্ডগোল দেখা দেয়। কিন্তু যখন পক্সের ফোস্কা বেরনো আরম্ভ হয় তখন আর রক্ষা নেই। ভোগাবে অন্তত ৭-১০ দিন। তাই সাবধানতা অতি বাঞ্ছনীয়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ছড়ায় এই ভাইরাস? এবং চিকেন পক্সের সংক্রমণ এড়াতে কী করণীয়।